সুপ্রিম কোর্টের নির্দেশে প্রকাশিত হল WBJEE 2025 ফলাফল, অণিরুদ্ধ চক্রবর্তী শীর্ষে, সাম্যজ্যোতি বিশ্বাস দ্বিতীয়
Supreme Court orders, WBJEE 2025 Results |
কলকাতা, ২৫ আগস্ট: দীর্ঘ আইনি জটিলতা ও প্রায় চার মাসের অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হল পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন (WBJEE) ২০২৫-এর ফলাফল। শুক্রবার সুপ্রিম কোর্ট কলকাতা হাই কোর্টের নির্দেশ স্থগিত রাখায় ফল প্রকাশের পথ সুগম হয়।
প্রসঙ্গত, হাই কোর্ট WBJEE বোর্ডকে বিদ্যমান মেধাতালিকা বাতিল করতে নির্দেশ দিয়েছিল। রাজ্য সরকারের পক্ষ থেকে এই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আর্জি জানানো হলে প্রধান বিচারপতি বি. আর. গোবিন্দ সিং-এর বেঞ্চ হাই কোর্টের রায় স্থগিত রাখেন। এরপরই WBJEE বোর্ডের চেয়ারপার্সন সোনালি চক্রবর্তী বন্দ্যোপাধ্যায় ফলাফল প্রকাশের ঘোষণা করেন।
পরীক্ষা ও ফল প্রকাশে বিলম্ব
গত ২৭শে এপ্রিল WBJEE পরীক্ষা অনুষ্ঠিত হলেও আইনি জটিলতার কারণে ফল প্রকাশে অস্বাভাবিক বিলম্ব হয়। OBC সংরক্ষণ নিয়ে বিতর্ক রাজনৈতিক মহলেও আলোড়ন তোলে। অবশেষে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে শুক্রবার ফল প্রকাশিত হয়।
শীর্ষস্থানাধিকারীরা
এবারের পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছে—
- অণিরুদ্ধ চক্রবর্তী (ডন বস্কো স্কুল, পার্ক সার্কাস) – প্রথম
- সাম্যজ্যোতি বিশ্বাস (কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুল) – দ্বিতীয়
- দিশান্ত বসু ও অরিত্র রায় (ডিপিএস রুবি পার্ক)
- ত্রিশঞ্জিত দোলই (PURV International School, দুর্গাপুর)
- সাগ্নিক পাত্র (মেদিনীপুর কলেজিয়েট স্কুল)
অণিরুদ্ধ বর্তমানে IIT খড়গপুরে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা শুরু করেছেন। তিনি WBJEE-তে ১৯৫ নম্বর পান। তাঁর বক্তব্য, “পড়াশোনার প্রতি ভালোবাসা ও ভারসাম্য বজায় রাখার মধ্যেই সাফল্যের রহস্য লুকিয়ে আছে। শুধু লক্ষ্যপানে ছুটলেই চলবে না, আনন্দ নিয়েও পড়াশোনা করতে হবে।”
অন্যদিকে, দ্বিতীয় স্থানাধিকারী সাম্যজ্যোতি বিশ্বাস WBJEE-তে ১৯৩ নম্বর পেয়ে বর্তমানে IIT বোম্বেতে কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছেন। JEE Advanced-এ তিনি সর্বভারতীয় ৬৩তম স্থান অধিকার করেন। সাম্যজ্যোতির কথায়, “মা-ই ছিলেন আমার সবচেয়ে বড় অনুপ্রেরণা। প্রতিদিন ৬-৭ ঘণ্টা পড়াশোনার পাশাপাশি অবসর সময় কাটানো ও হাঁটাহাঁটি আমাকে মানসিক চাপ থেকে মুক্ত রেখেছিল।”
ফলাফল কিভাবে দেখা যাবে?
প্রার্থীরা WBJEE 2025-এর ফলাফল বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট wbjeeb.nic.in ও wbjeeb.in-এ গিয়ে আবেদন নম্বর ও জন্মতারিখ দিয়ে লগ-ইন করে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করতে পারবেন।
অন্যদিকে, WBJEE বোর্ড ঘোষণা করেছে যে আগামী সোমবার প্রকাশিত হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রবেশিকা পরীক্ষা (PUBDET)-এর ফলাফল। গত ২১ ও ২২ জুন অনুষ্ঠিত পরীক্ষার ফল প্রকাশে হাই কোর্টের নির্দেশে বিলম্ব হয়েছিল। তবে সুপ্রিম কোর্টের রায়ের পর এবার সেই পথও খুলে গেল।
WBJEE 2025 ফলাফল নিয়ে এ বছরের পরিস্থিতি শিক্ষার্থীদের জন্য যথেষ্ট উদ্বেগজনক ছিল। হাই কোর্ট ও সুপ্রিম কোর্টের মধ্যে আইনি দ্বন্দ্বের কারণে প্রায় চার মাস অনিশ্চয়তা তৈরি হয়, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ পরিকল্পনায় প্রভাব ফেলে। তবে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে অবশেষে ফল প্রকাশিত হওয়ায় অভিভাবক ও পরীক্ষার্থীরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। অণিরুদ্ধ ও সাম্যজ্যোতির সাফল্য এ প্রজন্মের ছাত্রছাত্রীদের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে যে লক্ষ্যপানে এগোতে হলে একদিকে একাগ্রতা প্রয়োজন, অন্যদিকে মানসিক চাপ নিয়ন্ত্রণ করাও সমান জরুরি।